অধ্যাপক শফিউদ্দিন তালুকদারের ইন্তেকাল

  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৩৭ দেখেছেন

 

মিজানুর রহমান টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি ও মুক্তিযুদ্ধের গবেষক অধ্যাপক শফিউদ্দিন তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (৪ আগস্ট) সকাল ৬ টায় টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যাপক শফিউদ্দিন তালুকদার গতকাল রাত ২ টার সময় থেকে বুকে ব্যথা অনুভব করতেছিল। আস্তে আস্তে বুকের় ব্যথা বেশি অনুভব হলে তাকে প্রথ‌মে ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়়। অবস্থার অবনতি দেখে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৬ টায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। এসময় তিনি স্ত্রী, এক ছেলেও আত্নীয় স্বজন’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জোহর নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজে প্রথম জানাজা এবং বাদ অাছর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে ছাব্বিশা কবরস্থানে দাফন করা হবে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি