ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে ৩ বার নির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৮১১ দেখেছেন

আসন্ন অর্জুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারও জনসমর্থনে এগিয়ে নৌকা প্রতিকের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা

যমুনা নিউজ ২৪ঃ

টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার ১নং অর্জুনা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সুযোগ্য সভাপতি গনমানুষের আস্থাভাজন নেতা মোঃ আইয়ুব আলী মোল্লা আসন্ন ইউপি নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী হবেন প্রত্যাশা ইউনিয়নবাসীর।

চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে বরাদ্দকৃত প্রকল্পের সকল কাজ করে এলাকার সকল শ্রেণীপেশার মানুষের কাছ থেকে কুড়িয়েছেন সম্মান ও ব্যাপক ভাবে হয়েছেন প্রশংসিত। তাছাড়া সরকার ও বিভিন্ন এনজিও কর্তৃক প্রশংসনীয় ও একাধিকবার স্বর্ণপদকও পেয়েছেন।

অর্জুনা ইউনিয়ন পরিষদের প্রত্যন্ত এলাকা ঘুরে জানা যায়, বারবার নির্বাচিত চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা সততার সহীত এলাকার জনসাধারণের বিপদে-আপদে সবসময়ই পাশে থেকে কাজ করেছেন। এছাড়াও তিনি তার এলাকার যুব সমাজকে মুদকমুক্ত, সু-শিক্ষিত ও মেধাবী করে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

তাছাড়াও চেয়ারম্যান আইয়ুব মোল্লা অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলকে সুসংগঠিত করার লক্ষ্যেও কাজ করে যাচ্ছেন। এতে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সকল শ্রেণী পেশার মানুষ তাকে পুনরায় নৌকা প্রতিকের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চায়।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বারবার নির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সু-দৃষ্টিতে থাকায় তার এলাকায় অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন।

আইয়ুব আলী মোল্লা গত ২০বৎসর যাবৎ তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন এলাকায়। ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালত ও গ্রাম্য সালীশ/দরবার ন্যায়-নীতির ভিত্তিতে করায় মানুষ তার প্রতি সন্তোষ প্রকাশ করেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সুত্রে জানা যায়, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক প্রত্যাশী একাধিক প্রার্থী থাকলেও জনসমর্থন ও গ্রহণযোগ্যতায় চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা এগিয়ে রয়েছেন।

চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী মোল্লা জানান, আমার বাবা ছোবাহান মোল্লা মানুষের সেবামূলক কাজে লিপ্ত থেকে অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সঠিকভাবে দ্বায়িত্ব পালন করেছেন। আমার বাবার রুহের মাগফেরাতের জন্য আপনাদের সকলের নিকট দোয়া কামনা করছি। আমি গত ২০বৎসর যাবৎ অর্জুনা ইউনিয়ন পরিষদের জনগনের ভোটে মাধ্যমে নির্বাচিত হয়ে মানুষের সেবায় নিয়োজিত রয়েছি। এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ইউপি সদস্যগণ ও সকলের সহযোগীতায় সঠিক দ্বায়িত্ব পালন করতে পেরে ইউনিয়ন বাসীর কাছে কৃতজ্ঞ। আমি ইউনিয়ন পরিষদের সকল কর্মকান্ডে এলাকাবাসীর সহযোগীতা কামনা করছি।

তিনি আরও জানান, আসন্ন স্থানীয় সরকার (ইউপি) নির্বাচনে আমি নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী হয়ে নদী ভাঙ্গন এলাকায় নানান সেবামূলক কাজসহ গনসংযোগ চালাচ্ছি। আমার বিশ্বাস জনগন আমাকে এবারের নির্বাচনে আবারও বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করবে বলে আশাবাদী।

উল্লেখ্য, তিন বার নির্বাচিত সফল চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী মোল্লা যেমন সুনাম অর্জনকারী। ঠিক তেমনি ছিলেন তার পিতা মরহুম ছোবাহান মোল্লা। তিনিও অর্জুনা ইউনিয়নের সুনাম অর্জনকারী তিনবার নির্বাচিত চেয়ারম্যান ও ভূঞাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দ্বায়িত্ব পালন করেছিলেন।

JN-24/2021

© যমুনা নিউজ ২৪

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি