মিজানুর রহমান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. জাকিয়া রশীদ শাফী করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডা. জাকিয়া রশীদ শাফী গত ২৩ জুলাই শরীরে জ্বর ও গলাব্যাথা অনুভব করলে ওই দিনই পরীক্ষার জন্য নমুনা দেন। ২৪ জুলাই তার করোনা পজিটিভ আসে। তারপর থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। কিন্তু, গত শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, ডা. জাকিয়া একজন স্বনামধন্য গাইনি সার্জন ছিলেন।
ডা. জাকিয়া রশীদ শাফির স্বামীও একজন চিকিৎসক। তার নাম বিগ্রেডিয়ার ডা. মিজানুর রহমান। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন। তাদের এক ছেলে রয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন ডা. জাকিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘তার মৃত্যুতে আমরা আরও একজন করোনা যোদ্ধাকে হারালাম।
Leave a Reply