কোরবানি দিতে গিয়ে চট্টগ্রামে আহত ৩০

  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৭১ দেখেছেন

কোরবানি দিতে গিয়ে আহত হয়ে চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলার ৩০ জন চিকিৎসা নিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। প্রতিবছরই কোরবানি দেওয়ার সময় অসচেতনতার কারণে অনেকে আহত হন। এবছরও কোরবানি দিতে গিয়ে অনেকেই আহত হয়েছেন। 

বুধবার (২১ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া ঢাকা পোস্টকে বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলা থেকে ৩০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের কারো হাত, কারো পা, এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। 

এছাড়া কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাত পেয়ে অনেকে আহত হয়ে চমেকে ভিড় করছেন। যারা এসেছেন সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। এখন পর্যন্ত কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। কয়েকজনের হাতে সেলাই করতে হয়েছে বলেও জানান তিনি। 

এর আগে বুধবার সকালে মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ আদায় শেষে মুসল্লিরা পশু কোরবানি করেন। কোরবানির পশু জবাইয়ের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের ৪১টি ওয়ার্ডে ৩০৪টি স্থান নির্ধারণ করে দিয়েছে। এরপরও নগরবাসী রাস্তায়, অলিগলিতে পশু কোরবানি করছেন। 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি