গাবসারা ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে ২বার নির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান মনির

  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৯২ দেখেছেন

আসন্ন গাবসারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ২বার নির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান মনির

যমুনা নিউজ ২৪ ডেস্কঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ২নং গাবসারা ইউনিয়ন পরিষদের ২ বার নির্বাচিত সফল চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।

এবারের ইউপি নির্বাচনেও তিনি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। তিনি দীর্ঘ ২৪ বছর যাবৎ গাবসারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।

চেয়ারম্যান মনিরুজ্জামান মনির উপজেলার ২নং গাবসারা ইউনিয়নের সড়ই পাড়া গ্রামের বাসিন্দা। তিনি ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মনে-প্রাণে ধারণ করেন। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত থাকার পাশাপাশি জনগণের সেবায় নিয়োজিত থাকার জন্য সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ।

চেয়ারম্যান মনিরুজ্জামান মনির- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে বরাদ্দকৃত প্রকল্পের কাজ করে এলাকায় সকল শ্রেণীপেশার মানুষের কাছ থেকে কুড়িয়েছেন সম্মান ও ব্যাপক ভাবে হয়েছেন প্রশংসিত। তাছাড়া সরকার ও বিভিন্ন এনজিও কর্তৃক হয়েছেন প্রশংসনীয় ও একাধিকবার পেয়েছেন স্বর্ণপদক।

গাবসারা ইউনিয়ন পরিষদের প্রত্যন্ত এলাকা ঘুরে জানা যায়, দুইবার নির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান মনির সততার সহীত এলাকার জনসাধারণের বিপদে-আপদে সবসময়ই পাশে থেকে কাজ করেছেন। এছাড়াও তিনি তার এলাকার যুব সমাজকে মাদকমুক্ত, সু-শিক্ষিত ও মেধাবী করে গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

আরো জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনেক প্রার্থীরাই নির্বাচনের প্রচারণা শুরু করে দিয়েছেন। তন্মধ্যে ২বার নির্বাচিত সফল চেয়ারম্যান মনিরুজ্জামান মনির এবারও আওয়ামী লীগের নৌকা প্রকীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন প্রচার-প্রচারণা ও গণসংযোগ।

দলীয় মনোনয়নের ব্যাপারে মনিরুজ্জামান মনির চেয়ারম্যান বলেন, ‘‘বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নের ব্যাপারে সঠিক সিদ্ধান্তই নিবেন। তিনি যোগ্য ব্যক্তিকেই নৌকা প্রতীকের মনোনয়ন দিবেন।’’

তিনি আরো বলেন, ‘‘করোনাকালীন সময় থেকে আমি নিজের এবং পরিবারের কথা চিন্তা না করে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। অসহায় দরিদ্র জনগণের পাশে থাকা আমার অভ্যাসে পরিণত হয়েছে। বলতে পারেন এটা আমার নেশা। ২নং গাবসারা ইউনিয়নবাসী আমাকে তৃতীয় বারের জন্য চেয়ারম্যান নির্বাচিত করলে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো। তাদের আশা পূরণের জন্য আমি এবারও নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। গাবসারাতে বিদ্যুৎ এর কাজ চলমান রয়েছে, আশা করি আমার গাবসারাতে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ এর আলো জ্বলবে। আশা করি দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবে।’’

নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশীদার হয়ে ২নং গাবসারা ইউনিয়নের সেবা নিশ্চিত করতে চান। ২নং গাবসারা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ভালোবাসা ও সমর্থন চায় মনিরুজ্জামান মনির চেয়ারম্যান।

উল্লেখ্য, মহামারী করোনাকালীন সময়ে চেয়ারম্যান মনিরুজ্জামান মনির নিজস্ব অর্থায়নে তার এলাকার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।

JN-24/2021

© যমুনা নিউজ ২৪

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি