গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ১৮ বোতল বিদেশী মদ ও ১০ লিটার চোলাই মদ সহ ৩ জন কে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ।
আজ ১১ আগষ্ট বিকালে উপজেলা পৌর সদরের টেংরাখোলা গ্রাম থেকে মদ সহ তিন জনকে আটক করা হয়।
আটকৃতরা হলো পৌরসভার কমলাপুর গ্রামের সন্তোষ দত্তর ছেলে সঞ্জয় ওরফে আজরা (৪০), গৌতম পালের ছেলে রাজিব পাল (২৫) ও নারায়নপুর গ্রামের সুনিল পালের ছেলে সুমন পাল (২৫)।
মুকসুদপুর থানার এস আই গোবিন্দ জানায় চলমান মাদক রিরোধী অভিযানের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশী মদ ও ১০ লিটার চোলাই মদসহ ৩ জন কে গ্রেফতার করা হয়।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) আমিনুর রহমান জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইগলু আইসক্রিমের ডিলারের ব্যবসার পাশাপাশি লোকচক্ষুর আড়ালে বিদেশী মদ সহ চোলাই মদ বিক্রি করে আসছে চলামান বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply