চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬টি ইউনিট।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩৫৩ দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে একটি কাপড়ের দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। আগুন বাজারের বিভিন্ন কাপড়, মসলা ও কেমিক্যালের দোকানে ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। 
 
এর আগে আগুন নিয়ন্ত্রণে শুরু থেকেই কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে যোগ দেয় শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট। বিকেল সাড়ে ৬টার দিকে জানা গেছে, গোমস্তাপুর, নাচোল ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও সড়কে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 

আগুনে দোকানপাট পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সাড়ে ৬টা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াহেদ ঢাকা পোস্টকে জানান, আগুন লাগার পর পুরাতন বাজারের আশেপাশে আগুনে অন্তত ২৫০-৩০০ দোকানপাট ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখানকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ব্যাপক লোকসান হয়েছে। সরকারকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 

ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব। তবে কী কারণে ও কোথা থেকে আগুনের উৎপত্তি তা সুস্পষ্ট করে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব বিষয়ে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি