পাবনার বেড়া উপজেলার মাশুন্দিয়া কলেজ বাজারে চায়ের দোকান চালানো সেই তৌহিদুল ইসলাম শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন। ১৫ জুলাই রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তাঁকে উপজেলার আমিনপুর আয়েনউদ্দিন উচ্চবিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করেছে।
তৌহিদুলের বাবা মজিদ মোল্লা একসময় পরিবহনশ্রমিক হিসেবে কাজ করতেন। ১৩ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি। ওই সময় সংসার চালাতে মাশুন্দিয়া বাজারে ছোট একটি চায়ের দোকান দেন মজিদ মোল্লা। তৌহিদুল তখন পঞ্চম শ্রেণির ছাত্র। তখন থেকেই তৌহিদুল বাবাকে চায়ের দোকান চালাতে সাহায্য করে আসছেন। এই চায়ের দোকান করেই তিনি জেএসসি থেকে শুরু করে রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর (এমএসসি) পর্যন্ত পড়াশোনা চালিয়ে গেছেন। যদিও করোনা পরিস্থিতির কারণে স্নাতকোত্তরের কয়েকটি পরীক্ষা হওয়ার পর স্থগিত রয়েছে। চায়ের দোকানে কাজ করার পরেও নিয়মিত ছাত্র হিসেবে প্রতিটি পরীক্ষাতেই তিনি ভালো ফল করেছেন।
Leave a Reply