‘জাতীয় দলের খেলোয়াড় রফিক’কে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান।
নিজস্ব প্রতিবেদক, যমুনা নিউজ ২৪ঃ
সাফ অনুর্ধ্ব -২০ চ্যাম্পিয়নশিপ ২০২২ (বাংলাদেশ বনাম ভারত) ফুটবল ফাইনাল খেলায় টাঙ্গাইলের ভূঞাপুরের বাহাদীপুর গ্রামের খেলোয়াড় মোঃ রফিকুল ইসলাম রফিক বাংলাদেশের অনুর্ধ্ব ২০ জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করায় গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান ও বাউল গানের আয়োজন করা হয়।
১২ই আগষ্ট সন্ধ্যায় স্লুইসগেট সংলগ্ন এলাকায় বাহাদীপুর মাঠে এ আয়োজন করে এলাকাবাসী।
অনুষ্ঠানে জাতীয় দলের খেলোয়াড় রফিককে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করে স্থানীয় কাউন্সিলর, যুবলীগ, সাংবাদিক, শিক্ষক ও সুশিল সমাজের লোকজন।
এ সময় যমুনা নিউজ ২৪ এর চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ সেলিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ মোঃ রঞ্জু শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সদস্য ও সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক খায়রুল খন্দকার, সাংবাদিক হাদী চকদার, সাংবাদিক আরিফুল ইসলাম আরিফ, সাংবাদিক তারিকুল ইসলাম শিপন সহ বাহাদীপুর এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ।
পরে অনুষ্ঠান শেষে গ্রাম-বাংলার ঐতিহ্য বাউল গানের আসরের আয়োজন করে ভূঞাপুর বাউল সংঘ এর সদস্যরা।
Leave a Reply