টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূ তানিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া পূর্ব পাড়া ফজলুল হকের স্ত্রী তানিয়া আক্তার (২৭) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার(১৯ আগষ্ট) সকালে এই ঘটনা ঘটে।
মৃত তানিয়ার মামা আবুল কালাম বলেন এটা আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত হত্যা। আমার ভাগ্নীর সাথে ভাল সম্পর্ক ছিলো না ভাগ্নীর জামাইর। দাম্পত্য জীবনে ঝগড়া বিবাদ লেগে থাকতো । আমরা এর আগে অনেক দরবার শালিশ করেছি। কোন লাভ হয়নি ভাগ্নিকে অনেক মারধর করতো।
সখীপুর থানার উপ-পরিদর্শক মেহেদি হাসান বলেন, গত ৪ বছর আগে তানিয়ার সাথে ফজলুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া কলহ লেগেই থাকতো।
বুধবার (১৮ আগস্ট ) তুচ্ছ ঘটনায় তাদের মনোমালিন্য হলে দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে ঘরের ভিতর ওড়না বেঁধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এটা আত্মহত্যা নাকি খুন তদন্ত না করে বলা যাচ্ছে না। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
JN-24/2021 যমুনা নিউজ ২৪
Leave a Reply