টাঙ্গাইলে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৯৭ দেখেছেন

টাঙ্গাইলে অজ্ঞাত পরিচয় এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের চক গোপাল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হুগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান।

তিনি জানান, স্থানীয় লোকজন ওই গ্রামের একটি ধান ক্ষেতের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামীম হোসেন জানান, উদ্ধার করা ওই যুবতীর বয়স আনুমানিক ২০/২২ বছর হবে। লাশটিতে পচন ধরে ফুলে গেছে। চেহারা চেনা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি