টাঙ্গাইলে অতিরিক্ত মদ খেয়ে ৩ যুবকের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৬০১ দেখেছেন

টাঙ্গাইলে অতিরিক্ত মদ খেয়ে ৩ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাঁচ এলাসির গ্রামের অতিরিক্ত মদ খেয়ে তিন যুবকের মৃত্যু ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে ওই তিন যুবকের মৃত্যুর ঘটনা ঘটে ।

নিহতরা হলেন উপজেলার পাঁচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া (২২), বাবুল মিয়ার ছেলে মো. পারভেজ (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই তিন যুবক নাসিরের মুদি দোকানে বসে মদপান করে। অতিরিক্ত মদপানে তারা তিন জনই অচেতন অবস্থায় পড়ে থাকে। পরে এক ক্রেতা তাদের দোকানে গেলে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজন ও স্বজনদের খবর দেওয়া হয়।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ জানান, গতকাল রাতে একটি দোকানে বসে তিন বন্ধু মিলে বিষাক্ত অ্যাল‌কোহল জাতীয় তরল পানীয়(মদ) পান ক‌রেন। অতিরিক্ত মদ পান করায় তারা বেহুঁশ হয়ে পড়ে। তাৎক্ষণিক স্বজনরা খবর পেয়ে ছুটে এসে তাদের কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে নাসির এবং পারভেজকে তাৎক্ষণিক মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসারত অবস্থায় রাত দেড়টার দিকে আক্কাসও মারা যান।

এ ঘটনায় খোঁজখবর নেওয়া হচ্ছে। তারা কোন জায়গা থেকে মদ কিনেছিলো বিস্তারিত জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাশগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

JN-24/2021    ©যমুনা নিউজ ২৪

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি