শেখ রুবেল, যমুনা নিউজ ২৪ প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে চাচার সম্পত্তির লোভ – লালসায় ৭ বছরের একমাত্র চাচাতো ভাই লিয়নকে খুন করে আসলাম (২৮)। এ ঘটনায় হত্যার রহস্য উদঘাটন করে আসামিকে গ্রেপ্তার এবং ৪৮ ঘণ্টার মধ্যেই আদালতে চার্জশিট দাখিল করেছে ঘাটাইল থানা পুলিশ।
জানা যায়, (০৫ আগষ্ট) বৃহস্পতিবার সকালে সাড়ে ১১ টার সময় ঘাটাইল উপজেলার উত্তর ধলাপাড়া মোবারক হোসেনের ছেলে লিয়ন (৭) বড়শি নিয়ে বংশাই নদীতে মাছ ধরতে যায়। এসময় বেলা গড়িয়ে দুপুর এলেও লিয়ন বাড়ি ফিরে আসে না। পরে তাকে খুঁজতে পরিবারের লোকজন নদীপাড়সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায় না। অতঃপর বিকেল ৪ টার দিকে বংশাই নদীর পাড়ে জঙ্গলের ঝোপের ভেতর লিয়নের মৃত দেখতে পায় এলাকাবাসী।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লিয়নের লাশটি উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ। এঘটনায় লিয়নে বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজাহারুল ইসলাম সরকার জানান,(০৮ আগষ্ট) রবিবার তদন্তকারী কর্মকর্তা ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক আরিফুল হাসানের নিরলস প্রচেষ্টায় তথ্যপ্রযুক্তির সহায়তায় লিয়ন হত্যার আসামি আসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। পরে আসলাম সম্পত্তির লোভে চাচাতো ভাইকে খুন করার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারা মতে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আরিফুল হাসান বলেন, চাচার সম্পত্তির লোভে একমাত্র চাচাতো ভাই লিয়নকে খুন করে আসালাম। এ ঘটনায় অন্য কোনো আসামি না থাকায় আসলামকে (২৮) গ্রেপ্তার করে (৯ আগষ্ট) ৪৮ ঘণ্টার মধ্যে মামলার রহস্য উদঘাটন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
Leave a Reply