টাঙ্গাইলে র্যাব-১২ অভিযানে ৩৫০কেজি কাঁচা রাবার সহ ১ জন আটক
মোঃ সবুজ রানা, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে আজ সোমবার (১৩সেপ্টেম্বর) সকাল আনুমানিক ভোর ৬.০০ ঘটিকায় র্যাব-১২ সিপিসি-৩ অভিযান চালিয়ে সরকারি রাবার বাগান হতে চুরিকৃত বিপুল পরিমাণ কাঁচা রাবার উদ্ধার সহ ১ জনকে গ্রেফতার করেছেন।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এ.এস.পি মোঃ গোলাম ফারুক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর উপজেলার পীরগাছা গ্রামে গ্রেফতার কৃত আসামীর বসত বাড়ীর সংলগ্ন বাঁশ ঝাড় থেকে অভিযান চালিয়ে সরকারী রাবার বাগান হতে চুরিকৃত অপরিশোধিত ৩৫০ কেজি কাঁচা রাবার সহ মোঃ আব্দুর রাজ্জাক(৪০) কে গ্রেফতার করা হয়েছে ।
উদ্ধারকৃত কাঁচা রাবারের বর্তমান বাজার মূল্য আনুমানিক৭০,০০হাজার টাকা। গ্রেফতার-কৃত আসামির বাড়ী মধুপুর উপজেলার পীরগাছা গ্রামে তার বাবা আমির আলী।
উপস্থিত স্বাক্ষী এলাকার লোকজন কে জিজ্ঞাসা বাদে জানা যায়, গ্রেফতার-কৃত আসামি মধুপুর থানা এলাকা থেকে সরকারি রাবার বাগান হতে অবৈধ ভাবে অ-পরিশোধিত কাঁচা রাবার অনেক দিন যাবৎ চুরি করে মজুদ ও বিক্রয়ের সাথে জড়িত ছিলো।
গ্রেফতার-কৃত আসামীর বিরুদ্ধে মধুপুর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply