টাঙ্গাইলে সেনা প্রধানের আগমন, ‘অপারেশন কোভিড শীল্ড’ পরিদর্শন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩৬৩ দেখেছেন

শেখ মাজহারুল ইসলাম সোহান, যমুনা নিউজ ২৪ প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের বিস্তার রোধে পুরো দেশে বেশ কয়েক দফায় কঠোর লকডাউনের পদক্ষেপে গিয়েছে সরকার।

কিন্তু বর্তমান পরিস্থিতির সার্বিক দিক বিবেচনায় করোনা ভাইরাসের সংক্রমণ তুলনামূলক কমে আসায় বিধিনিষেধ শিথিল করেছে সরকার এমনটা মন্তব্য করলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় অপারেশন কোভিড শিল্ড টহল কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সারা বাংলাদেশে করোনার সংক্রমণ এখন অধিকাংশেই নিম্নমুখী।তাই সরকার আপাতত লকডাউন শিথিল করার পদক্ষেপ নিয়েছে।কিন্ত আবারও যদি করোনা পরিস্থিতি খারাপের দিকে যায়। সরকার যদি আবারও কঠোর লকডাউন দেয়, তাহলে সেনাবাহিনীর পেট্রোল কার্যক্রমও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন,যদি সমন্বয় না থাকতো তাহলে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারতো। সবাই এক সঙ্গে কাজ করলে এবং জনগণ যদি সচেতন থাকেন তাহলে পরিস্থিতি দিন দিন উন্নতি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ঘাটাইল ক্যান্টনমেন্টের জেওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, বঙ্গবন্ধু সেনানিবাস ক্যান্টনমেন্টের জেওসি বিগ্রেডিয়ার জেনারেল এসএম আসাদুল হক, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি