টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামির ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ সবুজ রানা, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আগ- এলাসিন এলাকা নামক জায়গা থেকে আজ (২৪ই আগষ্ট) সোমবার সকাল আনুমানিক ০৯ টা ৩০ মিনিটে মোঃ আলফাজ মিয়ার (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দেলদুয়ার থানা পুলিশ।
আলফাজ উপজেলার আগ-এলাসিনের বাসিন্দা মৃত রজব আলীর ছেলে।
আলফাজের নিজ বাড়ির আঙ্গিনা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছেন দেলদুয়ার থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত (২০ আগষ্ট) দেলদুয়ার উপজেলার আগ-এলাসিন এলাকা থেকে আলফাজ মিয়ার স্ত্রী বানু বেগমের লাশ পাওয়া যায় আটিয়া বৃদ্ধাশ্রমের পুকুরে।
এঘটনার প্রধান আসামি করা হয় স্বামী আলফাজ মিয়াকে।
উক্ত ঘটনার ৩দিন পর আলফাজের বাড়ির আঙ্গিনার একটি গাছের সঙ্গে তার লাশ ঝুলতে দেখে স্থানীয় লোকজন থানায় জানান। ঘটনাস্থলে পুলিশ এসে নিহতের লাশটি উদ্ধার করে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। ঘটনা স্হল থেকে লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ২৫০ শয্যার মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে সঠিক তথ্য।
JN-24/2021 © যমুনা নিউজ ২৪
Leave a Reply