লেবুর চাহিদা বাড়লেও উৎপাদন ও বাজারে সরবরাহ বেশি হওয়ায় পাবনার চাটমোহরের হাট-বাজারে অনেকটা পানির চেয়ে কম দামে বিক্রি হচ্ছে লেবু। অনেক সময় লেবুচাষিরা বাজারে লেবু বিক্রি করতে এসে পাইকারি ক্রেতা না পাওয়ায় লেবু বিক্রি করতে পারছেন না। করোনা পরিস্থিতিতে, এখন থেকে মাসচারেক আগেও বেশ ভালো দামে লেবু বিক্রি করেছেন চাষীরা। কিন্তু গত প্রায় দুই সপ্তাহ যাবত লেবুর বাজার দর একেবারেই কমে গেছে। ৮ থেকে ১২ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে চায়না, থাইসহ বিভিন্ন জাতের লেবু। লেবুর এমন দর পতনে চাটমোহরের লেবু চাষিরা এখন দিশেহারা।
Leave a Reply