নিকরাইলে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা ও হামলা, প্রতিবাদে মানববন্ধন
হাদী চকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভুঞাপুরের নিকরাইলে নির্বাচনী সহিংসতা বন্ধ ও সুষ্ঠু নির্বাচনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর ) দুপুর বঙ্গবন্ধু সেতুপূর্ব- ভুঞাপুর সড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি বাজার এলাকায় কয়েক হাজার মানুষের উপস্থিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে গত শনিবার আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থীর ভোট চাওয়ায় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মতিন সরকারের কর্মীরা হামলা চালায়। এতে বিদ্রোহী প্রার্থীর প্রায় ২০/২৫জন আহত হয়। আহতদের মধ্যে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী মাসুদুল হক মাসুদের চাচা আব্দুর রাজ্জাক গুরুত্বর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিপক্ষ মতিন সরকারের নৌকার ক্যাডার বাহিনীরা আনারস প্রতীকে ভোট চাইতে দিচ্ছে না। প্রচার মাইক ভেঙে দেয়া হচ্ছে। কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে। নির্বাচন যাতে সুষ্ঠভাবে পরিচালনা হয় সেটি প্রশাসন নিশ্চিত করবে এমন আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিকরাইল ইউনিয়নের আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদুল হক মাসুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জুরান মন্ডল, ইউপি সদস্য নুরে আলম মন্ডল নুহু প্রমুখ।
Leave a Reply