ফরিদ খান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
আনসার সদস্য শহিদুল ইসলাম এর ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে গেলে তিনি মীরসরাই থানায় জিডি করেন।
কিন্তু মোবাইলটি উদ্ধার না হওয়ায় তিনি নিরুপায় হয়ে পুলিশ সুপার, পিবিআই চট্টগ্রাম জেলা মহোদয়ের নিকট শরণাপন্ন হয়ে মানবিক সহযোগিতার জন্য অনুরোধ করেন।
তৎপ্রেক্ষিতে পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার, নাজমুল হাসান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোজাম্মেল হক তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে অদ্য ১২/০৮/২০২১ ইং তারিখ আনসার সদস্য শহিদুল ইসলামের হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করিতে সক্ষম হন এবং তাঁহার নিকট হস্তান্তর করা হয়।
পিবিআই চট্টগ্রাম জেলা টিমের মাধ্যমে দ্রুত সময়ে হারিয়ে যাওয়া উক্ত মোবাইল ফোনটি হাতে পেয়ে আনসার সদস্য শহিদুল ইসলাম আনন্দিত হন এবং পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বিপিএম(বার) পিপিএম মহোদয় সহ পিবিআই এর সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply