উজিরপুর প্রতিনিধিঃ-
বীর মুক্তিযোদ্ধা মোতালেব শিকদার কে রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ছোট বাশাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য মোতালেব শিকদার (৭৮) রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান শিকদারের পিতা বার্ধক্যজনিত কারণে অসুস্থ্য অবস্থায় সোমবার সকাল ৬ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি…রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে তিন মেয়ে ও নাতী নাতনীসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে যান। ৯ই আগস্ট সোমবার বাদ আসর রাস্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের জানাজার নামাজে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,উপজেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া সরকারি শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের সাবেক অধ্যাক্ষ্য এস এম হেমায়েত উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ বখতিয়ার হোসেন শিকদার, ১নং রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সাইদুল সরদার, সহ-সভাপতি আব্দুলাহ লিটন, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বি এম মনির হোতসেন, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন শিকদার, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ মাসুদ হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
Leave a Reply