বেলকুচিতে অন্ত:স্বত্বা গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৫ দেখেছেন

বেলকুচিতে অন্ত:স্বত্বা গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোহেল রানা, চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে সুমাইয়া শারমিন (২২) নামের অন্তঃসত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া মধ্যপাড়া মহল্লা থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। সুমাইয়া শারমিন ওই গ্রামের তাঁত শ্রমিক সোহেল রানার স্ত্রী।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সোমবার ভোরে স্ত্রী শারমিনকে বাড়িতে রেখে স্বামী সোহেল তাঁতের কাজে যান। সকাল ৯ টার দিকে নাস্তা খাওয়ার জন্য তিনি বাড়িতে ফিরে আসেন। এ সময় নিজের ঘরের দরজা খুলে শারমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

স্বামীর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে ঝুলন্ত অবস্থায় মরদেহটি নামিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত সুমাইয়া শারমিন ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বলা যাবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি