সিরাজগঞ্জের বেলকুচিতে সন্ত্রাস, জংগীবাদ, মাদক ও বাল্যবিবাহ বন্ধে ইমামদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোহেল রানা, চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় (মঙ্গলবার ৭ সেপ্টেম্বর) সকালে বেলকুচি উপজেলা পরিষদ
অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সন্ত্রাস, জংগীবাদ, মাদক ও বাল্যবিবাহ বন্ধে ইমামদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহম্মেদ, বেলকুচি থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হাসান।
অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং, জুয়া ও মাদক প্রতিরোধে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা রাখতে অনুরোধ জানান”। দেশ ও জাতির কল্যানে জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
JN-24/2021
© যমুনা নিউজ ২৪
Leave a Reply