ভূঞাপুরে অটোরিক্সা-সিএনজি শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি আজহারুল- সম্পাদক জাহিদ!
নিজস্ব প্রতিবেদক, যমুনা নিউজ ২৪ ডেস্কঃ
টাঙ্গাইল জেলা অটোরিক্সা, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের ভূঞাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান নির্বাচিত।
গত বৃহস্পতিবার (২৪ মার্চ) টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি মাহফুজ খান ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান (আমিন) স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে (টাঙ্গাইল জেলা অটোরিকশা অটোটেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন) ভূঞাপুর উপজেলা শাখার নবগঠিত এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত নবগঠিত এ কমিটিতে জেলা আওয়ামীলীগ সদস্য আজহারুল ইসলাম কে সভাপতি ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর/প্যানেল মেয়র-১ খন্দকার জাহিদ হাসান কে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পরে রবিবার (২৭মার্চ) দুপুরে অটোরিক্সা, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের ভূঞাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি আনন্দ রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয়ে এসে আলোচনা সভা, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি আজহারুল ইসলাম যমুনা নিউজ ২৪ বলেন, যে আস্থা, বিশ্বাস ও ভরসা রেখে জেলা কমিটি আমাদের একটি সুন্দর কমিটি উপহার দিয়েছেন আমরা যেন তা যথাযথভাবে পালন করতে পারি এ দোয়া সকলের নিকট।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর/ প্যানেল মেয়র-১ খন্দকার জাহিদ হাসান যমুনা নিউজ ২৪ কে বলেন, টাঙ্গাইল জেলা অটোরিকশা, অটোটেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন আমাকে আগামী ২ বৎসরের জন্য যে দায়িত্ব দিয়েছেন তা আমি সঠিক, সুন্দর ও নীতিনৈতিকতার মাধ্যমে পালন করব। আমি ও নবগঠিত কমিটির সকল সদস্যরা ঐক্যবদ্ধ ভাবে উপজেলার সকল শ্রমিকদের পাশে থেকে কাজ করব। ইনশাআল্লাহ!
উল্লেখ্য, আগামী ২ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত এ কমিটি তে মোট ৭ জন উপদেষ্টা রয়েছেন, যথাক্রমে ১। টাঙ্গাইল-২ সংসদ সদস্য তানভীর হাসান (ছোট মনির), ২। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, ৩। আ.লীগ সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, ৪। আ.লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ৫। ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার (দুদু), ৬। অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, ৭। উপজেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার সুরুজ আলম।
Leave a Reply