ভূঞাপুরে অনূর্ধ্ব ১৩ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত!

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৮৯২ দেখেছেন

হাদী চকদার, যমুনা নিউজ ২৪ :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এনআরবিসি ব্যাংক ও শেখ এন্টারপ্রাইজ এর যৌথ আয়োজনে ছোট ছেলেদের (অনূর্ধ্ব-১৩) প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে উপজেলার ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় যুবলীগ নেতা পাকির আলীর সভাপতিত্বে মাসুদ চকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংক টাঙ্গাইলের ম্যানেজার (অপারেশন) মোঃ গাজী সালাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনআরবিসি ব্যাংক ভূঞাপুরের ইনচার্জ মোঃ এমারুল ইসলাম, শেখ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও যুবলীগ নেতা শেখ সেলিম, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চকদার সহ স্থানীয় সাবেক ও বর্তমান খেলোয়াড় বৃন্দ।

৯০ মিনিটের এ ফুটবল ম্যাচে এনআরবিসি ফুটবল একাডেমি বনাম ঘাটাইল স্পোর্টিং ক্লাবের মধ্যকার অনুষ্ঠিত খেলায় ৩-৩ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারের সুযোগ না থাকায় দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

পরিশেষে উপস্থিত অতিথিবৃন্দ খেলায় অংশগ্রহণ করা দুই দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, একদিকে এনআরবিসি ফুটবল একাডেমি পরিচালনা করেন আলআমিন তরফদার ও রুবেল হাসান অপরদিকে ঘাটাইল স্পোর্টিং ক্লাব পরিচালনা করেন মোঃ আসাদ।

 

যমুনা নিউজ ২৪

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি