টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ৩জন ব্যবসায়ীকে ১০দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত
হাদী চকদার, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নদী রক্ষা গাইড বাধের উপরে রেখে বিক্রির দায়ে ৩ জন ব্যবসায়ীকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
২১ই সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে অর্জুনা ইউনিয়নের কুঠিবয়রা বাজার এলাকায় গড়ে ওঠা অবৈধ বালুর ঘাটে ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি’র নেতৃত্বে ভূঞাপুর থানা পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
ব্যবসায়ীরা হলেন, একজন- ১। জাহিদুল ইসলাম জাহিদ (২৭), পিতাঃ লিয়াকত আলী তালুকদার, গ্রামঃ ফসলান্দি, থানাঃ ভূঞাপুর, অপর দুইজন- ২। শাহাদাত জমাদ্দার (২১), পিতাঃ মাদারী জমাদ্দার, ৩। ইয়াকুব সরকার (২৫), পিতাঃ জামাল সরকার, গ্রামঃ কুঠিবয়রা, থানাঃ ভূঞাপুর।
এ সময় ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রনি যমুনা নিউজ ২৪ কে জানান, কুঠিবয়রা এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৩ জন অসাধু ব্যবসায়ীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
JN-24/2021
Leave a Reply