ভূঞাপুরে আনন্দ টিভির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২০৬ দেখেছেন

ভূঞাপুরে আনন্দ টিভির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে “আনন্দ টিভির” ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) সকালে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন “আনন্দ টিভির” টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভন।

এ সময় প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালিও বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের উপজেলা চত্বর হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আনন্দ টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আলআমিন শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গীস বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মজিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার জাহিদ হাসান প্রমুখ, প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রমানিক সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি