ভূঞাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন

  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭৬ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক, যমুনা নিউজ ২৪ঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, কালো ব্যাজ ধারণ, জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরি বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আলিফ নূর মিনি, সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লিক, ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব প্রমুখ।

যমুনা নিউজ ২৪

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি