ভূঞাপুরে আ.লীগ নেতার নগদ অর্থদণ্ড!
ভূঞাপুর প্রতিনিধি, যমুনা নিউজ ২৪ঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অবৈধভাবে বালু ঘাট পরিচালনার দায়ে এক আওয়ামীলীগ নেতাকে নগদ অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত ( ২ জুন ) বৃহস্পতিবার উপজেলার কুঠিবয়রা/গারাবাড়ি এলাকায় ১টি অবৈধ বালুর ঘাটে অভিযান চালিয়ে নগদ সাড়ে চার লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট শেখ মো. আলাউল ইসলাম। উপস্থিত ছিলেন- এএসআই হুমায়ুন সঙ্গীয় পুলিশ সদস্যরা।
অর্থদণ্ড ওই ব্যবসায়ী হলেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরজু।
বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রট শেখ মো. আলাউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুঠিবয়রা এলাকায় অবৈধ বালু ঘাটে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ সকল বালুর ঘাট বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply