ভূঞাপুরে এক ভন্ড কবিরাজকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা!

  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৬৩ দেখেছেন

ভূঞাপুরে এক ভন্ড কবিরাজকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা!

টাঙ্গাইল প্রতিনিধি, যমুনা নিউজ ২৪ঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক হাতুরে ডাক্তার (ভন্ড কবিরাজ)কে নগদ অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মে) বিকালে উপজেলার গোবিন্দাসী টি-রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।

উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ আল মামুন, ভূঞাপুর থানার এএসআই কাজল সেন সঙ্গীয় পুলিশ সদস্য।

অর্থদণ্ডপ্রাপ্ত কবিরাজ হলেন- সিরাজগঞ্জের আব্দুস ছোবহানের ছেলে হাফিজুল ইসলাম। তিনি দীর্ঘদিন যাবৎ এ উপজেলায় হাতুরে ডাক্তার (কবিরাজ) হিসেবে সাধারণ মানুষকে চিকিৎসা দিচ্ছেন। তবে তার ভুল চিকিৎসার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম বলেন, বিভিন্ন মাধ্যমে থেকে অভিযোগ পেয়ে গোবিন্দাসীতে হাফিজুর নামে হাতুরে ডাক্তার (কবিরাজ) কে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তার কবিরাজি চিকিৎসার কোন অনুমোদন নেই এবং চিকিৎসা সার্চে এর কোন ডিগ্রিও নেই। তাই তার এই চিকিৎসা পদ্ধতি বন্ধের নির্দেশ দেওয়া হয়।

যমুনা নিউজ ২৪

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি