ভূঞাপুরে এমপি প্রার্থী মাসুদুল হক মাসুদের সংবাদ সম্মেলন!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৯৫ দেখেছেন

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বারবার নির্বাচিত পৌর মেয়র ও আসন্ন সংসদ নির্বাচনে এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়।

মঙ্গলবার(৭ ফেব্রুয়ারি) বিকালে ভূঞাপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম তালুকদার বাবলু,বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সম্পাদক এবং ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সাংবাদিক বৃন্দ।

এ সময় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ তার লিখিত বক্তব্যে বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ ও অসহায় দুস্তদের মাঝে কম্বল বিতরণের উদ্দেশ্যে পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার আলম নগর ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় পৌঁছলে এমপি ছোট মনিরের মদদদাতা গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে আমাদের গাড়ি বহরে দেশীয় অস্ত্র সহ অর্তকিত হামলা চালায়।

এতে সাংবাদিকসহ আহত ১২জন এবং আমার গাড়িসহ আরো দুটি গাড়ি ও মোটরসাইকেল ১০টি ভাঙ্গচুর করে পরে ঘটনাস্থলে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি