ভূঞাপুরে ঐতিহ্যবাহী বাউল গানের আসর অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৯৮ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক, যমুনা নিউজ ২৪ঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সারারাত ব্যাপী ২য় বাৎসরিক ঐতিহ্যবাহী বাউল গানের আসরের আয়োজন করা হয়।

গত শুক্রবার উপজেলার স্লুইসগেট সংলগ্ন এলাকায় বাউল গানের আসরের আয়োজন করে ভূঞাপুর বাউল সংঘ।

এসময় পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মোঃ রঞ্জু শেখ এর সভাপতিত্বে ‘যমুনা নিউজ ২৪’ এর চেয়ারম্যান ও পৌর যুবলীগ নেতা শেখ সেলিম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা পাকির আলী, ভূঞাপুর বাজার বনিক সমিতির সহ-সভাপতি সালাম সরকার, সাধারণ সম্পাদক আরিফুল হক আরজু, সাংবাদিক খায়রুল খন্দকার, সাংবাদিক হাদী চকদার, ভূঞাপুর বাউল সংঘের সভাপতি ইকবাল দেওয়ান সহ দেশবরেণ্য বাউল শিল্পী গন।

এদিন বাউল গানের আসরে দেশের বিভিন্ন স্থান থেকে আগত দেশবরেণ্য বাউল শিল্পীরা সারারাত ব্যাপী মাইজভান্ডারি, বিচ্ছেদ ও পালা গান গেয়ে শ্রোতা/মানুষের মন ভরিয়েছেন।

পরে গানের আসর শেষে ভোর রাতে বাউল সংঘের পক্ষ থেকে শ্রোতাদের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি