নিজস্ব প্রতিবেদক, যমুনা নিউজ ২৪
টাঙ্গাইলের ভূঞাপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে ভূঞাপুর থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ই অক্টোবর) সকাল ১১ টায় ভূঞাপুর থানা চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী সার্কেল এএসপি শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম তরফদার বাদল, সকল চেয়ারম্যান, কাউন্সিলর ও মেম্বার বৃন্দ সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেত্রী বৃন্দ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ফলদা শরিফুননেচ্ছা বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক বাবু সন্তোষ কুমার দত্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, রিপোর্টার্স ইউনিটি ভূঞাপুরের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, সভাপতি খায়রুল খন্দকার, সাধারণ সম্পাদক হাদি চকদার, ইবরাহিম খাঁ’র আলোকিত গ্রুপ এর সভাপতি কামরান পারভেজ ইভান।
অনুষ্ঠানে উপস্থিত বক্তরা বাল্য বিবাহ, মাদক ও সন্ত্রাসবাদীদের প্রতিহত করার আহ্বান জানান।
এ আলোচনা অনুষ্ঠান শেষে আইন শৃঙ্খলা রক্ষার কাজে বিশেষ ভূমিকা রাখায় ভূঞাপুর থানা এসআই সাইফুল, গ্রাম পুলিশ সদস্য মোঃ বাদশা মিঞা, লাশ বহনকারী মোঃ হারুন , নৌকার মাঝি কালাম মিয়া কে পুরষ্কার বিতরণ করা হয়।
© যমুনা নিউজ ২৪
Leave a Reply