মিজানুর রহমান টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২০-২০২১ মৌসুমে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৬ আগস্ট) দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মোট ৭’শ জন কৃষকের মাঝে এসব বীজ বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, কৃষি সম্পসারণ অফিসার রাশেদুল হাসান, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply