ভূঞাপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে বনিক সমিতির মিলাদ-দোয়া ও কাঙ্গালীভোজ!

  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৩৮ দেখেছেন

ভূঞাপুর বাজার উন্নয়ন সমবায় মার্কেটিং সোসাইটি লিঃ এর ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন। 

হাদী চকদার, যমুনা নিউজ ২৪ :

১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভূঞাপুর বাজার বনিক সমিতির উদ্দ্যোগে মিলাদ-দোয়া, ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।

২০শে আগষ্ট সন্ধ্যায় ভূঞাপুর পুরাতন কাঁচা বাজার এলাকায় বনিক সমিতির নব-নির্বাচিত সভাপতি-সম্পাদক ও সদস্যরা এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও বনিক সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আরিফুল হক আরজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২২ই জুলাই অনুষ্ঠিতব্য বনিক সমিতির নির্বাচনে সভাপতি পদে লিটন কবির, সহ-সভাপতি পদে সালাম সরকার, সাধারণ সম্পাদক পদে আরিফুল হক আরজু ও মোট ৬ জন সদস্য পদে ইব্রাহিম, আমিনুল, খায়রুল, সম্রাট, আলিম ও আপেল নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহন করে।

 

যমুনা নিউজ ২৪

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি