খন্দকার আরিফ, ভূঞাপুর উপজেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে ওজনে কম দেয়া ও মূল্য তালিকা না থাকায় দুই মিষ্টি দোকানীকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভূঞাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যৌতি।
উপস্থিত ছিলেন, ভূঞাপুর থানা পুলিশের এসআই ফরিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যরা।
অর্থদন্ড প্রাপ্ত ব্যবসায়ীরা হলেন রমজান দধি ঘরের মালিক মাসুদ ও নিউ টাঙ্গাইল মিষ্টান্ন ভাণ্ডারের মালিক শ্রী নিতাই ঘোষ।
সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ভূঞাপুর বাজারের ২টি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ওজনের চেয়ে কম দেয়া ও মূল্য তালিকা প্রদর্শিত না হওয়ায় ২টি মামলায় মোট ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply