ভূঞাপুরে নৌকার মনোনয়ন বঞ্চিত প্রার্থী আইয়ুব আলী মোল্লার মানববন্ধন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১
  • ৯৭১ দেখেছেন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বারবার নির্বাচিত চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আইয়ুব আলী মোল্লার পরিবর্তে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে আগুনে পুড়িয়ে উল্লাসের ঘটনার অভিযুক্ত দিদারুল আলম খান মাহবুবকে নৌকার মনোনয়ন দেওয়ায় ভূঞাপুরে মানববন্ধন করেছে অর্জুনা ইউনিয়নবাসী।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে অর্জুনা ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার জয়নাল আবেদিন, বাদশা আলম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল মুন্সি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক রফিক, ৪নং সাধারণ সম্পাদক আইয়ুব, ৫নং সাধারণ সম্পাদক সুমন, আওয়ামীলীগ নেতা লিটন মিঞা, রতন, ছফের উদ্দিন মাষ্টার সহ স্থানীয় নেত্রী বৃন্দ।

মানববন্ধনে বর্তমান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের জন্য কাজ করে আসছি এবং দুইবার আ’লীগের মনোনয়নে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হই কিন্তু আমাকে বাদ দিয়ে দিদারুল আলম খান মাহাবুব কে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে।তাকে মনোনয়ন দেওয়ায় ইউনিয়নবাসী চরমভাবে ক্ষুব্ধ হয়েছে। এ কারণে দিদারুল আলমের পরিবর্তে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পুনঃ বিবেচনা করার দাবি জানাচ্ছি।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি