ভূঞাপুরে পাটের বস্তা ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারি, ২০২২
  • ২৩৮ দেখেছেন

ভূঞাপুরে পাটের বস্তা ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাউল রেখে বিক্রির অপরাধে ৩জন চাউল ব্যবসায়ীকে নগদ অর্থদণ্ড প্রদান করছে করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর পুরাতন কাঁচা বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ইশরাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একতা চাউল ভান্ডারের খোদা বক্সকে ৫ হাজার, আকাশ চাউল ভান্ডারের বেলাল কে ১০ হাজার, কামরুল চাউল ভান্ডারকে ১০ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

ইউএনও মোছাঃ ইশরাত জাহান বলেন, পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাউল রাখার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন ২০১০-এ এর আওতায় উপজেলার ভূঞাপুর বাজার এলাকার তিন ব্যবসায়ীকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি