ভূঞাপুরে পানের দোকানে গাঁজা বিক্রি! ২জন কারাগারে!
নিজস্ব প্রতিবেদক, যমুনা নিউজ ২৪ ডেস্কঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে এক পান ব্যবসায়ীর দোকানে গাঁজা কেনা-বেচার অপরাধে দুই মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের পুরাতন কাঁচা বাজারের একটি পানের দোকানে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভুমি অফিসের নাজির ইমতিয়াজ কনক, ভূঞাপুর থানার এসআই ফাহিম ফয়সাল সহ তার সঙ্গীয় পুলিশ ফোর্স।
দন্ডপ্রাপ্ত একজন উপজেলার কাগমারীপাড়া গ্রামের মৃত খোদা বক্সের ছেলে (পান ব্যবসায়ী) আকবর আলী ৫০, অপরজন পৌর এলাকার বীরহাটি গ্রামের হানিফের ছেলে হাসান (২৮)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম যমুনা নিউজ ২৪ কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভূঞাপুর বাজারের এক পানের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) এর সারণি ২১ মতে পান ব্যবসায়ী আকবর ও হাসান নামে দুই মাদক কারবারিকে নগদ ২০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা। অভিযানকালে তাদের নিকট হতে ৪৪গ্রাম গাঁজা ও নগদ ১২৩৬০/- টাকা জব্দ করা হয়। ভবিষ্যতেও মাদকদ্রব্য কেনা-বেচা বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply