ভূঞাপুরে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৬৯ দেখেছেন

নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার(১৫ আগষ্ট) সকাল নয়টার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ছোট মনির।

উক্ত শোক দিবসে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল রনি, ভূঞাপুর থানার (ভারপ্রাপ্ত ) অফিসার ইনচার্জ আব্দুল ওহাব, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, অর্জুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মজিদ মিয়া, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, যমুনা নিউজ ২৪’র চেয়ারম্যান শেখ সেলিম, রিপোর্টাস ইউনিটির সভাপতি খায়রুল খন্দকার ও সাধারণ সম্পাদক হাদী চকদার প্রমুখ।

আলোচনা সভায় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংবাদকর্মীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে উপজেলা চত্বরে একটি বৃক্ষরোপণ করা হয় ।

১৫ই আগস্ট/২০২১/ খায়রুল খন্দকার/ যমুনা নিউজ ২৪

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি