হাদী চকদার, যমুনা নিউজ ২৪ :
টাঙ্গাইলের ভূঞাপুরে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত ও একজন পথচারী সহ দুই স্কুলছাত্র আহত হওয়ার ঘটনা ঘটেছে।
২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে ফলদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই স্কুলছাত্র গোপালপুরের জোত আতাউল্লাহ গ্রামের আয়নাল মিঞার ছেলে লিটন(১৭)। আহত ৩ জনের মধ্যে একজন পথচারী ফলদা এলাকার আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৪৫), বাকী দুইজন স্কুলছাত্র গোপালপুরের জোত আতাউল্লাহ গ্রামের রহিজের ছেলে শাওন(১৬) ও পিতাঃ (অজ্ঞাত) ছেলে মারুফ।
জানা যায়, সকালবেলা বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে লিটন, শাওন ও মারুফ তিনজনই একত্রে ১টি মটরসাইকেল নিয়ে বের হয়। পরে ফলদা বাজার এলাকায় মটরসাইকেলটির বেপরোয়া গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী জয়নাল আবেদীন সহ রাস্তার পাশে পড়ে যান।
পরে স্থানীয়রা দূর্ঘটনা কবলিতদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিটন নামে একজনকে মৃত ঘোষণা করে জয়নাল ও শাওন নামে ২জনকে অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল প্রেরণ করা হয়।
অপরদিকে মারুফ নামে একজন আহত ব্যক্তিকে ভূঞাপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম বলেন, দুর্ঘটনাটি খুবই মর্মান্তিক। এতে ১জন নিহত ও এক পথচারী সহ ৩ জন আহত হয়েছে। বিষয়টি আইনগতভাবে প্রক্রিয়াধীন রয়েছে। এধরণের দূর্ঘটনা এড়াতে অভিভাবকদের সতর্ক হওয়া উচিৎ।
Leave a Reply