ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একসাথে ৩বন্ধুর মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৬৮৫ দেখেছেন

টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একসাথে ৩বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। 

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রাম এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একসাথে তিন বন্ধুর নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড় সংলগ্ন একটি পাকাবাড়ির ওয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা গ্রামের মোঃ ইলিয়াস এর ছেলে রাকিব(১৭), একই গ্রামের মৃত রশিদ এর ছেলে আসাদুল (১৮) ও গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়া পাড়া গ্রামের মোঃ বাছেদ এর ছেলে মকবুল(১৮)।

জানা যায়, ওই তিন শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ওয়ালের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই ২জন মারা যায়। অন্য জন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

স্থানীয় সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, নিহতদের মধ্যে একজন ট্রাকচালক, একজন চালকের সহকারী এবং অন্যজন শ্রমিক। তারা তিনজনে বন্ধু ছিলো।

ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব জানান,গোবিন্দাসী ইউনিয়নের গ্রামের ভিতরে রুহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে নিয়ন্ত্রণে হারিয়ে রাস্তার সাথে একটি বিল্ডিং এর সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরবাইকে থাকা তিন আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি