টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তার দু’পাশ দখলমুক্ত করতে ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত
হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় অবৈধ ভাবে সরকারী জায়গা দখল করে রাখার দায়ে পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার ৩ই অক্টোবর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের টি-রোড বটতলা হতে নৌকার ঘাট পর্যন্ত রাস্তার দুইপাশে সরকারী জায়গা অবৈধভাবে দখল করে কাঠের গুড়ি, তেলের ড্রাম ও সিমেন্টের খুটিসহ যাবতীয় মালামাল রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ জন ব্যবসায়ীকে নগদ ২৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অর্থদণ্ড প্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, আদর্শ করাত-কলের মালিক আব্দুল ছাত্তার, জনি ট্রেডার্সের দুলাল হোসেন, রিয়াদ এন্টারপ্রাইজের আজহারুল ইসলাম, কর্মকার ট্রেডার্সের শ্যামল চন্দ্র কর্মকার ও মের্সাস আনোয়ারা করাত কলের মোঃ ছানোয়ার হোসেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি।
এ সময় গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু সহ ভূঞাপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রনি গণমাধ্যম কে জানান, সরকারী জায়গা অবৈধ দখলদার মুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply