ভূঞাপুরে সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাউল জব্দ!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩২৪ দেখেছেন

ভূঞাপুরে সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাউল জব্দ!

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলার ভূঞাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ১০০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলার ধুবলিয়া থেকে চাল ভর্তি ১টি ট্রাক কালিহাতি উপজেলার নারান্দিয়া যাওয়ার পথে ভূঞাপুর-তারাকান্দি সড়কের বাহাদিপুর তেলের পাম্প সংলগ্ন এলাকা থেকে জব্দ করা হয়। যার লাইসেন্স নং- নরসিংদী-ন-১১-০১৪৯

এ সময় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার এস আই জিলকত সহ তার সংগীয় পুলিশ ফোর্স।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল সহ ১টি ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় জব্দকৃত চাউলের বস্তা সহ ট্রাকটি ও ড্রাইভারকে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি