ভূঞাপুরে ৩১’শ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে!
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর পৌর এলাকায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৩ হাজার ১’শ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) সকালে পৌরসভা কার্যালয়ে ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ এ কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী দিনে ১ম ধাপে ১,২ ও ৩ মোট ৩টি ওয়ার্ডে মোট ৯০০ টি অসহায় পরিবারের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডেই দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-১ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান, প্যানেল মেয়র-২ ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর রঞ্জু শেখ, ২নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিন, ১নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরিয়ম হক প্রমুখ।
Leave a Reply