ভূঞাপুরে ৮৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক!

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১৯১৩ দেখেছেন

হাদী চকদার, যমুনা নিউজ ২৪ :

টাঙ্গাইলের ভূঞাপুরে ৮৭০ পিস ইয়াবা সহ জহের(৩৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৬১ হাজার টাকা।

২৮ অক্টোবর শুক্রবার সকালে গোবিন্দাসী চকদার গরু ফার্মের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ওই মাদকব্যবসায়ী জহের গাবসারা ইউনিয়নের চরবিহারি এলাকার মৃত আব্দুল করিম মন্ডলের ছেলে।

এ বিষয়ে ভূঞাপুর থানা এস আই মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই কক্সবাজার থেকে জহের নামে এক মাদকব্যবসায়ী ইয়াবার একটি চালান নিয়ে আসছে। সে কক্সবাজার থেকে একটি বাসযোগে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে পাথাইলকান্দি এলাকায় নামে।

পরে গোপনে আমরা তার পিছু নিয়ে গোবিন্দাসী দুলাল চকদারের ফার্মের সামনে থেকে ৮৭০ পিস ইয়াবা সহ ধরতে সক্ষম হই। ঘটনার বিষয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

যমুনা নিউজ ২৪

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি