ভূঞাপুর বাজার বনিক সমিতির উদ্দ্যোগে শোক দিবস উপলক্ষে মিলাদ-দোয়া ও কাঙ্গালীভোজ

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৯ দেখেছেন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ব্যবসায়ীদের সংগঠন ভূঞাপুর বাজার বনিক সমিতির উদ্দ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যবসায়ীদের নিয়ে মিলাদ-দোয়া, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

ছবিঃ যমুনা নিউজ ২৪।

যমুনা নিউজ ২৪ ডেস্কঃ

১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে বাজার বনিক সমিতির উদ্দেগে মিলাদ, দোয়া, ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।

গত ২৮শে আগষ্ট সন্ধ্যায় বাজারের ব্যবসায়ী ও জনসাধারণের উপস্থিতিতে পুরাতন কাঁচা বাজার গলিতে মিলাদ ও দোয়ার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় ভূঞাপুর বাজার বনিক সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে, বনিক সমিতির সাধারণ সম্পাদক ও ভূঞাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলম চকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ লিঃ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, অর্জুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা সহ বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ।

পরে আলোচনা সভা শেষে ব্যবসায়ী ও জনসাধারণের উপস্থিতিতে কাঙ্গালীভোজের আয়োজন করা হয়।

JN-24/2021

© যমুনা নিউজ ২৪

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি