মোঃ ফরিদ খান, চট্টগ্রাম প্রতিনিধিঃ
জুঁইদন্ডী আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসার প্রবীণ শিক্ষক ও মাওলানা ওসমান গণি সিদ্দিকী (রহঃ)’র ইছালে ছাওয়ার উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল মুহাম্মদ গোলাম মোস্তফা জিলানী সঞ্চালনায় ও মাওলানা আমিন উল্লাহ কুতুবী’র সভাপত্বিতে গত (১২/০৮/২১) তারিখে জুঁইদন্ডী বক্সি মিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুঁইদন্ডী মাদ্রাসার সুদক্ষ, সুযোগ্য সুপার জনাব মাওলানা মুফিজ উদ্দিন সিকদার।
আরো উপস্থিত ছিলেন জুঁইদন্ডী মাদ্রাসার শিক্ষক, মাওলানা নুরুল মোস্তফা হেলালী, মাস্টার আবু ছৈয়দ, মাস্টার হাবিবুর রহমান।
বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ:)’ এয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মাস্টার আজম উদ্দিন নুরী।
জুঁইদন্ডী আনোয়ারুল উলুম জামে মসজিদের খতিব, জুঁইদন্ডী মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা মোখতার আহমদ কাদেরী। জুঁইদন্ডী বক্সি মিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আহমদ জলিল।
উপস্থিত ছিলেন হুজুরের ছোট ভাই মুহাম্মদ নাছির উদ্দিন, হুজুরের শাহজাদা মুহাম্মদ সাইফুর রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জয়নাল, রাকিব, হেলাল, শায়েখ মনছুর কাদেরী, হাফেজ মুবিবুল্লাহ, হাফেজ ইরফান, জাবেদ সহ আরো অনেকে।
বক্তারা বলেন- মরহুম মাওলানা ওসমান গণি সিদ্দিকী (রহঃ) ছিলেন একজন সহজ সরল ব্যক্তি,যার মধ্যে ছিল না কোন লোভ লালসা।তিনি অত্যন্ত ধার্মিক,পরহেজগার, মুত্তাকী ব্যক্তি ছিলেন।
শিক্ষকরা বলেন- আমরা হারালাম একজন অত্যন্ত আপনজন এবং বিশ্বস্ত সহকর্মী।
ছাত্ররা বলেন- আমরা আমাদের প্রিয় উস্তাদ কে অসময়ে হারিয়ে পেলেছি।হুজুরের শূণ্যতা সহজে পূরণ করা অসম্ভব। হুজুরের ছাত্ররা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে খেদমত আনজাম দিয়ে যাচ্ছেন। আমরা হুজুরের পরকালিন জীবন যেন সুখিময় হয় এবং আল্লাহ পাক যেন হুুজরকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই দোয়া করি।
পরিশেষে মিলাদ-কিয়াম,ফাতেহা পাঠের মাধ্যমে দোয়া মাহফিল সমাপ্ত হয়।
মিলাদ পরিচালানা করেন জুঁইদন্ডী মাদ্রাসার শিক্ষক জনাব মাওলানা মুহাম্মদ গোলাম মোস্তফা জিলানী।
মোনাজাত পরিচালানা করেন জুঁইদন্ডী মাদ্রাসার সুপার মাওলানা মুফিজ উদ্দিন সিকদার।
Leave a Reply