টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ফাউন্ডেশনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৬ ই ডিসেম্বর সকালে অর্জুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ফাউন্ডেশনের সভাপতি সোনিয়া সুলতানার সভাপতিত্বে মোঃ তৌহিদুর রহমান সজীব মাস্টারের সঞ্চালনায় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাকজমকপূর্ণভাবে মহান বিজয় দিবস উদযাপন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অর্জুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দিদারুল আলম খান মাহবুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্জুনা মহসীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলাম।অর্জুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, বিদ্যালয় সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা খন্দকার তৈয়বুর রহমান (তোতা), বাবর আলী খান সহ স্থানীয় এলাকাবাসী।
উপস্থিত বক্তারা মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ফাউন্ডেশনের সকল কাজের প্রশংসা করেন ও সাফল্য কামনা করেন। আলোচনা অনুষ্ঠান শেষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ফাউন্ডেশনের সভাপতি সোনিয়া সুলতানা পথ শিশুদের নিয়েও কাজ করে থাকেন।
Leave a Reply