ইয়াওমে জবহে আজীম শোহাদায়ে কারবালার স্মরণে পবিত্র র‍্যালি ও মিলাদ মাহফিল

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২৮৫ দেখেছেন

ইয়াওমে জবহে আজীম শোহাদায়ে কারবালার স্মরণে পবিত্র র‍্যালি ও মিলাদ মাহফিল

মোহাম্মদ ফরিদ খান, চট্টগ্রাম প্রতিনিধিঃ

মারকাযে এশায়াতে আহলে সুন্নাত বাংলাদেশ, চন্দনাইশ উপজেলা শাখার ব্যবস্থাপনায় প্রতিবছর এর ন্যায় এই বছর ও ৯ই মহরম ১৪৪৩ হিজরি রোজ বৃহস্পতিবার বদল ফকির হাট, মাসুমা কনভেনশন হলে ইয়াওমে জবহে আজীম শোহাদায়ে কারবালার স্মরণে পবিত্র র‍্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন হযরত শেখ আলী রজা কানু শাহ্ (রঃ) এর বংশধর ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফ এর প্রতিষ্ঠাতা হযরত দরবেশ শাহনূর মৌলা (রঃ) প্রথম পুত্র পীরে তরিকত্ব গোলামে আহলে বাইতে রাসূল (দঃ) মৌলানা মীর মুহাম্মাদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী ওষখাইনীরি আল কুরাইশী (দাঃবাঃআঃ)।

তিনি বলেন, বর্তমান সময়ে আমরা যদি শিয়া সুন্নির পার্থক্য সাধারণ আহলে সুন্নাত ওয়াল জামাত অনুশারিদের বুঝাতে অক্ষম হয়। তাহলে অচিরেই এই দেশে শিয়ারা প্রভাব বিস্তার করবে। তাই আমাদের সুন্নিদের উচিত শিয়া সুন্নির পার্থক্য জানা ও বুঝা। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আর ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা অধ্যক্ষ শাহ খলিলুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা আহমদ হোসেন জিহাদী, মাওলানা সোলাইমান ফারুকী – ভাইস চেয়ারম্যান, চন্দনাইশ, ড.মহিউদ্দিন, এড.শহীদুল হক মাওলানা কামাল, মাষ্টার আবুল ফজল, আমিন আহমদ চৌধুরী রোকন, শামসুল আলম, মাওলানা তানভীর, মাওলানা মোজাম্মেল হক নূরী, মাওলানা রায়হান, মাওলানা মনসুর, জনাব জুবাইর সরওয়ার মেম্বার, সেলিম মেম্বার, মাওলানা ফয়জুল্লাহ খতিবী।

পরিশেষ দোয়া ও মোনাজাত এর মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

JN-24/2021    © যমুনা নিউজ ২৪

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি