টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টের ভিন্ন ভিন্ন ম্যাচে আজ মাঠে নামে ব্রাজিল এবং আর্জেন্টিনা। এদিন নিজ ম্যাচে রিচার্লিশনের হ্যাটট্রিকে জার্মানির বিপক্ষে ৪-২ গোলে ব্রাজিল জিতলেও অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোল ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা।
জার্মানির বিপক্ষে মাঠে নেমে ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই গোলের দেখা পায় গত আসরের চ্যাম্পিয়ন দল ব্রাজিল। রিচার্লিশনের গোলে এগিয়ে যায় দলটি। এরপর প্রথমার্ধে আরও দুটি গোলের দেখা পেয়েছে দানি আলভেসের নেতৃত্বাধীন দলটি। পরের দুটি গোলও রিচার্লিশনের।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দুটি গোলের দেখা পায় জার্মানি। ৫৭ মিনিটে আমিরি এবং ৮৪ মিনিটের জার্মানদের হয়ে ব্যবধান কমান আচে। আর অতিরিক্ত মিনিটের খেলায় পলিনহো গোল করলে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
দিনের অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাত্তা পায়নি কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দলের জুনিয়ররা। ওয়ালস এবং টিলোর গোলে ২-০ গোলে জিতেছে অস্ট্রেলিয়া।
Leave a Reply